টাঙ্গাইল মধুপুরে গাছে ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

টাঙ্গাইল মধুপুরে গাছে ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যো পাড়া গ্রামের একটি গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় জহর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি  উদ্ধার করা হয়।নিহত জহর আলী (৬৫) উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্য পাড়া গ্রামের মরহুম সিরাজ আলী শেখের ছেলে। মামলার বিবরণীতে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতী কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদরাসায় ভাত নিয়ে যান এবং ভাত দিয়ে সেখান থেকে আর বাড়িতে না ফিরলে ওই দিন রাত থেকেই আত্মীয়সহ পরিচিত ও অপরিচিত নানা জনের কাছে তালাশ করেও খুঁজে পাওয়া যায়নি। এমতাবস্থায় আজ সোমবার সকালে পাশের আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায় পিরোজপুর মাদরাসায় ভাত নিয়ে যান এবং সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেনি। তিনি শারিরীক বিভিন্ন রোগসহ মানসিক বিকাগ্রস্ত ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না। এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। তার মাথা পেছন দিক থেকে ঝুলে থাকায় বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছ। তবে ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে তিনি আরো বলেন, এ ঘটনায় ভিকটিমের ছেলে জাকারিয়া একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সারাদেশ এর আরও খবর: